আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুখ্যাত মাদকসম্রাট শাহজাহান (৪৭)কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ৫ আগস্ট দিবাগত গভীর রাতে মীরডাঙ্গী এলাকা থেকে রাণীশংকৈল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
শাহজাহান উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তির তমিজউদদীনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি মাদক বিরোধী টিম মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ী শাহজাহানকে হাতে নাতে ধরার জন্য পুলিশ ওঁত পেতে থাকে। এ সময় শাহজাহান এক মাদকক্রেতার কাছে ফেন্সিডিল বিক্রি করতে যাচ্ছিল।
এই সুযোগে পুলিশ টিম শাহাজাহানকে ঘেরাও করে ধরে ফেলে। এসময় শাহাজাহান পালানোর জন্য চেষ্টা করে এবং এএসআই গৌতমকে জড়িয়ে মাটিতে ফেলে ধস্তাধস্তি করে। একপর্যায়ে সে উঠে দৌড়ে দিলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পুলিশ তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ক্রেতা পালিয়ে যায়। পরে ওই পুলিশ টিম মাদকসহ শাহজাহানকে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল আরো জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মাদক আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দাযের করা হয়েছে। রবিবার (৬ আগস্ট)বিকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।