আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁওপ্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে নিয়মিত মাদক বিরোধী অভিযানে লেহেম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিরেন দাস(২০)নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় বিরেনের কাছে প্রায় ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। বিরেন গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে। পরে ইউএনও রকিবুল হাসান বিরেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে থানার ওসি আরও জানান, আসামি বিরেনকে এদিনেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।