রাণীশংকৈলে যৌতুকে পাওয়া প্রাইভেটকার দুর্ঘটনায় আহত-৪
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার (১১জুলাই) দুপুরে দ্বীপ বসাকের যৌতুকে পাওয়া প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে আহত করেছে। এসময় কারটির আঘাতে রাস্তার পাশের ২টি দোকানের মালামাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য বিবাহিত দ্বীপ বসাক যৌতুকে পাওয়া তার নতুন ট্যাক্সি কারটি ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরাস্তা মোড়ে রাস্তার পাশে থাকা ৪ জন পথচারীরকে ধাক্কা দেয়। এতে পথচারীরা গুরুতর আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় গাড়িটির আঘাতে মিঠুন ও শরিফ কনফেকশনারি দোকান দুটির অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ বসাক তার শ্বশুরের দেওয়া নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং চৌরাস্তা মোড়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার পাশে দাঁড়ানো পথচারীদের ধাক্কা দেয় এবং ২ টি দোকানে ঢুকে আঘাত করে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে দোকানদার শরিফ জানান, নতুন বিয়ে করে দ্বীপ শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন। তিনি আগে ড্রাইভিং শেখেননি,তার ড্রাইভিং লাইসেন্সও নেই। শরীফ আরো বলেন, আমার এবং আমার পাশের দোকানদার মিঠুন কনফেকশনারিতে গাড়িটি ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের মালিক দ্বীপ বসাক মুঠোফোনে তার দোষ স্বীকার করে বলেন, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আমি ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেবো । এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান এ ঘটনাটি আসলে দুঃখজনক। এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি, পেলে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।