রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারী মোকাররম হোসেনের বাবা অশীতিপর সমাজসেবক আলহাজ্ব মাখলুকার রহমান (১০৩) গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহে…. রাজিউন)। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর আড়াইটায় পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর কনিষ্ঠ ছেলে মোকারম হোসেন জানাযার নামাজ পড়ান। জানাযায় উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তি, আলেম, হাজ্বী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একজন সফল সমাজসেবক হিসাবে তিনি এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯