রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ শিক্ষক সমিতি, রাণীশংকৈল উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে রাণীশংকৈল পাইলট হাইস্কুল মাঠে সমিতির সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ লিটন। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী। ছাড়াও ৩০টি হাইস্কুলের ৪ শতাধিক শিক্ষক-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক সহ-প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। আরো বক্তব্য দেন- প্রধান শিক্ষক সোহেল রানা, আবু শাহানশাহ ইকবাল, ইমদাদুল হক,সাহাবুদ্দিন, হুমায়ুন কবির, আব্দুর রশিদ,ইব্রাহীম খলিল,সুলতান আলী, সাধন বসাক, ফেরদৌস আলম মানিক ও সাবেক প্রধান শিক্ষক আব্দল হামিদ প্রমুখ। শিক্ষকরা তাদের বক্তব্যে চাকুরি
জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দুর করার দাবি জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমিতির একতা কামনা করেন। বক্তব্যে তিনি বর্তমান দেশ-পরিস্থিতিতে ছাত্রদের দামি দামি গাড়িতে চড়ে টাকার পিছনে ছোটায় বিস্ময় প্রকাশ করেন এবং তাদেরকে সংযত হবার প্রত্যাশা করেন।এইসাথে তিনি দ্রুত
একটি সুন্দর নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অতিথিরা তাদের বক্তব্যে বিগত দিনে শিক্ষক সমিতির বিভাজনের কারণে দাবি আদায়ে তাদের ব্যর্থতার কথা তুলে ধরেন। এজন্য তারা বর্তমান মধ্যবর্তীকালিন
সরকারের সময়ে এক হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোশাররফ হোসেন।