আনোয়ারুল ইসলাম ,( রাণীশংকৈল ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর সরকার পাড়া গ্রামের দিনমজুর সাদ্দাম হোসেনের ছেলে আড়াই বছরের শিশু মীম হোসেনের মেরুদন্ড দুর্ঘটনায় ভেঙে গেছে। এর উন্নত চিকিৎসার জন্য দরকার প্রায় ৫ লক্ষ্টাকা। এজন্য তার অসহায় দিনমজর বাবা আর্থিক সাহায্যের জন্য সবার কাছে আকুল আবেদন করেছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে জানা গেছে, সাদ্দাম হোসেনের ছেলে শিশু মীম প্রায় আড়াই বছর আগে জন্ম গ্রহন করে। তার ১ বছর বয়সের সময় একদিন হঠাৎ সে বাড়ির বারান্দা থেকে পড়ে যায়। এ দুর্ঘটনায় তাঁর নরম মেরুদণ্ড ভেঙে যায়। তার বাবা নিজ উদ্যোগে স্থানীয় লোকজনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে প্রায় ১ বছর চিকিৎসা করান এবং মীমকে ঢাকা পর্যন্ত নিয়ে যান। কিন্তু সে চিকিৎসায় কোনো ফল হয়নি। পরবর্তীতে মীমের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার অপরাশনের কথা বলেন। এতে প্রায় ৫ লক্ষ টাকা লাগবে বলে ডাক্তার জানান। কিন্তু এত টাকা ব্যয় করা গরিব সাদ্দামের পক্ষে কিছুতেই সম্ভব নয়।
তাই তিনি একমাত্র ছেলেকে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরে আকুল আবেদন করছেন। সাদ্দামের
মোবাইল + বিকাশ নম্বর: ০১৩২১৩৩৯৮৯০ ব্যাংক একাউন্ট নং- ২৪০৬, কৃষি ব্যাংক,গোগর শাখা,রাণীশংকৈল।