আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহাসহ রাজনৈতিক নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাতিকরা উপস্থিত ছিলেন। পরে, উপজেলা হলরুমে ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদব বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসক ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।