রাণীশংকৈলে ষড়জ শিল্পি গোষ্ঠীর শীতবস্ত্র বিতরণ।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ষড়জ শিল্পি গোষ্ঠী শনিবার ৩ জানুয়ারি দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
এ উপলক্ষে এদিন বিকেলে ওই সংগীত প্রতিষ্ঠান চত্বরে ষড়জ শিল্পি গোষ্ঠীর সভাপতি অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয় সম্পাদক অধ্যাপক সুকুমার মোদক।
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্য, শীতবস্ত্র প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম।অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- গোষ্ঠীর প্রচার সম্পাদক শিক্ষক তৌহিদুল ইসলাম, সদস্য বিমান বসাক, সম্পাদক সেলিমুল্লাহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এ প্রচন্ড শীতে এলাকায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ষড়জ শিল্পী গোষ্ঠীর প্রশংসা করেন।

এইসাথে তারা এলাকায় অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ প্রত্যাশা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক দিলারা বেগম।পরে ষড়জের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।




















