আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি
২০২৪-২৫ বছরের সরকারিভাবে আমনধান সংগ্রহ শুরু হয়েছে। ১৭ নভেম্বর ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এ কার্যক্রম চলবে। এ উপলক্ষে বুধবার ২০ নভেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক
সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসকে আব্দুল্লাহ, কৃষি অফিসার শহিদুল ইসলাম, রাণীশংকৈল ওসিএলএসডি সৌমিত্র বসাক, নেকমরদ ওসিএলএসডি সাখাওয়াত হোসেন, পিআইও স্যামিয়েল মার্ডি, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, যুগ্ম আহবায়ক একে আজাদ ও সদস্য নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে খাদ্য নিয়ন্ত্রক এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।তথ্যমতে, এ মৌসুমে আমনধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৬০৬ মে.টন, চাল ৯২৫ মে.টন।ধানের কেজি প্রতি মূল্য ৩৩ টাকা এবং চালের কেজি প্রতি মূল্য ৪৭ টাকা ধার্য করা হয়েছে। এবার ধানের বাম্পার ফলন হয়েছে মর্মে কৃষি অফিসার জানান।