আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ২৮ আগস্ট সকাল ১১ টায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক নেতা, কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও সভায় বক্তব্য দেন- সোনালী ব্যাংক ম্যানেজার শেখ আব্দল জব্বার,অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যক্ষ হেলালউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাসেম ও আতিকুর রহমান বকুল, মৎস অফিসার রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সর্বজনীন পেনশন স্কীমকে সরকারের একটি জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। এই সাথে তারা সকলকে এ স্কীমের সেবা গ্রহণ করার আহবান জানান।
প্রসঙ্গত, দেশের মানুষকে পেনশন সুবিধার আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন। প্রবাস স্কীম, প্রগতি স্কীম, সুরক্ষা স্কীম ও সমতা স্কীম- এ ৪ স্কীমের মাধ্যমে সকল শ্রেণির মানুষকে পেনশন ব্যবস্থার অন্তর্ভূক্ত করা হয়েছে।