রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের ৩ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার ১৯ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। এদিন সকাল ৯টায় ওই স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, জামায়াতে ইসলামীর নেতা রফিকুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র ছাত্রী ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- অধ্যক্ষ মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে স্কুলের ও অনুষ্ঠানের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথি রজব আলী তার বক্তব্যে এ স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর বিশেষ গুরুত্ব দেন। এইসাথে তিনি এ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে স্কুলের এমন সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন।এইসাথে তিনি স্কুলের এ অনুষ্ঠানের ধারাবাহিকতা চর্চায় রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সঞ্চালনা করেন অনুষ্ঠান সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯