আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর
ইউনিয়নের ভেদাইল গ্রামে সাপের কামড়ে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম দীলিপ কুমার রায়(২২)। নিহত দীলিপ ওই গ্রামের মৃত ভোগীরামের ছেলে। তিনি দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স,গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। রাতোর ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় এ ঘটনা নিশ্চিত করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে দীলিপ বাড়িতে আসেন। প্রতিদিনের মতো রাতে খেয়েদেয়ে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। বিছানায় বসে পরিবারের লোকদের সাথে গল্পরত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে একটি বিষধর সাপ এসে তার বাম হাতের মাঝের আঙ্গুলে কামড় ধরে। এসময় দীলিপের চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটি পালিয়ে যায়। তাৎক্ষণিক দিলীপকে ওঝা’র কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়।
কিন্তু তাতে কোনো ফল হযনি। দীলিপের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫:০০ টায় তাকে মৃত ঘোষণা করেন। এদিন রবিবার বিকেলে স্থানীয় শ্মশানে
তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।