রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
” অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও ইএসডিও’র সহযোগিতায় পৌর শহরে
একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, এনজিও কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও স্বাগত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আরো বক্তব্য দেন- উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, মহিলা দল নেত্রী আনারকলি বেগম ও মনিরা বিশ্বাস, তথ্য কর্মকর্তা হালিমা আকতার, ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট অফিসার বিলকিস বেগম, শিক্ষক মেহবুবা আকতার, ইএসডিও প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে নারী ও শিশুদের সুরক্ষা,ক্ষমতায়ন ও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এইসাথে তারা নারীদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার আহবান জানান। সঞ্চালনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম। এদিকে, একইদিনে বিকেলে আন্তর্জাতিক নারী দিবস পালনে একে সিন্দাগড় মাদ্রাসা মাঠে ওয়ার্ল্ড ভিশন’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক মোমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার বিলকিস বেগম। তিনি তার বক্তব্যে নারী ও শিশু সুরক্ষা, শিক্ষা ও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- লেখক -সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ রানা, আনোয়ারুল ইসলাম ও শিক্ষক বিনয় রায় প্রমুখ।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯