আনোয়ারুল ইসলাম ,রাণীশংকৈল, ঠাকুরগাও:
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী( ৫০ বছর পুর্তি) উপলক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার আয়োজনে এক আলোচনা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ সহ-সভাপতি মুক্তার
আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতীয় পার্টি নেতা আবু তাহের।
এ ছাড়াও অনুষ্ঠানে কাশিপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কাউন্সিলর মতিউর রহমান, রুহুল আমীন, জুয়েল রানা, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বক্তব্য দেন। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।