রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা ও পুলিশ প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক-সামাজিক সংগঠন পৌরসভা, প্রেসক্লাব পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, ওসি আরশেদুল হক, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। এইসাথে তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা
উল্লেখ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সঞ্চালনা করেন, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার দেয়া হয়। সঞ্চালনা করেন, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৪৫