আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হামলা নির্যাতন ও লুটপাটের বিরুদ্ধে শনিবার দুপুরে ধর্মীয় সংখ্যালঘুরা এক দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে প্রায় দশ হাজার পুরুষ-নারী অংশ নেন। তারা মিছিলে ” তুমি কে আমি কে/ বাঙালি বাঙালি,” ” সংখ্যা লঘুদের উপর হামলা/বন্ধ কর বন্ধ কর” ” লড়াই লড়াই লড়াই চাই/ লড়াই করে বাঁচতে চাই” ইত্যাদি স্লোগান দিতে দিতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।পরে তারা রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ কনের। সমাবেশে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ ও তাদের নিরাপত্তার দাবি জানিয়ে বক্তব্য দেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক, সাধন বসাক, পরিমল সরকার, জগদীশ চন্দ্র প্রমুখ।
এসময় সমাবেশে রাণীশংকৈল উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহতাশিম আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রকিবুল হাসান, এএসপি(সার্কেল) ফারুক আহমেদ, থানার ওসি জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।সংখ্যালঘু নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে ইউএনও তার বক্তব্যে বলেন…. আমরা দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছি, আপনারা এ’ কদিন আপনাদের নিরাপত্তা নিয়ে শংকায় ছিলেন।আজকে দেশে উপদেষ্টা মন্ডলী নিয়ে আমাদের