আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশব্যাপি কর্মসূচির আওতায় যথাযোগ্য মর্যাদায় রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়।
এ উপলক্ষে এদিন সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এইসাথে এক মিনিট মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকারনাইন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়াম্যান শেফালী বেগম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।