রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন বিকেলে কৃষি অফিস সভাকক্ষে কৃষি অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম। এ
সময় সভায় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কোসে কৃষক, কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও সাংবাদিকরা অংশ নেন। বিশেষ অতিথি ছাড়াও প্রশিক্ষক ছিলেন পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আব্দুর রাজ্জাক, বৈজ্ঞানিক কর্মকর্তা নূরন নবী,অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলম,মৎস অফিসার রাকিবুল ইসলাম। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর এ
প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি অফিসার শহিদুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম। ০১৭১৬৮৯৩৭৯৯