আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শ্যামাডাঙ্গি গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার ২৩ জানুয়ারি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
মূর্তিটির ওজন ৪ কেজি ১০০ গ্রাম, দৈর্ঘ্য ১০ ইঞ্চি, প্রস্থ ৬ ইঞ্চি। কালো রঙের মূর্তিটি কষ্টি পাথরের তৈরি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ও রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে শ্যমাডাঙ্গি এলাকার কয়েকজন লোক স্থানীয় মমতাজ আলীর পুকুরে মাছ ধরতে যায়।
এ সময় তারা ওই পুকুরে পানির তলে মূর্তিটি পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি সোহেল রানা আরো জানান, মূর্তিটি থানার হেফাজতে আছে। আদালতের নির্দেশনা পেলে এটি সংশ্লিষ্ট দপ্তরে
পাঠানো হবে মর্মেও তিনি জানান।