Friday , 29 March 2024
শিরোনাম

রাণীশংকৈল কলেজহাটে ৩ টি দোকান পুড়ে ছাই। 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজহাটে গত বৃহস্পতিবার ১৭নভেম্বর দিবাগত রাত দেড়টার সময়  ৩ টি কাঠ ও ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদার পৌর শহরের ভান্ডারা মহল্লার বাসিন্দা নূর হোসেন ও স্বপন আলী জানান।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকানদাররা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত দেড়টার দিকে তাদের দোকানে আগুন লেগেছে শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ আশপাশের লোকজনও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এবং তিনি এসময় ফায়ার সার্ভিসকে খবর দেন।  খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ আগুন শত্রুতামূলকভাবে লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা সন্দেহ করেন।
পরদিন শুক্রবার ১৮ নভেম্বর পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন।
তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। প্রসঙ্গত, ঐতিহ্যবাহী এ হাটের অব্যবস্থা ও অবৈধ দখলের বিরুদ্ধে সচেতন এলাকাবাসি মানববন্ধন করেন।

Check Also

‘ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি’

বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x