ছাত্র-অভিভাবকদের অভিযোগ।
রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রাণীশংকৈল পাইলট হাইস্কুলে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলে বিভিন্ন ত্রুটিযুক্ত বিভ্রাট ঘটেছে।এনিয়ে ভুক্তভোগী ছাত্র-অভিভাবকরা বিভিন্নজনের কাছে অভিযোগ করেছেন। রবিবার ৫ জানুয়ারি সরেজমিনে ওই স্কুলে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জানা গেছে, ২০২৪ সালে ওই স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রায় ৯০০ ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়।গত ৩১ ডিসেম্বর অনলাইনে ফলাফল প্রকাশিত হলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ফলাফলের মার্কসশিট ডাউনলোড করে ছাত্র ছাত্রীদের হাতে দেন। এতে কিছু মার্কসশিটে কম নম্বর, কোনো বিষয়ে নম্বর না থাকা,সিরিয়াল গন্ডগোলে নম্বর বদল হওয়া ইত্যাদি ত্রুটি দেখা যায়। এনিয়ে সংশ্লিষ্ট ছাত্র-অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন। এ বিষয়ে প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, আসলে অনলাইনের মাধ্যমে গত ৩১ ডিসেম্বর এ ফলাফল প্রকাশ করা হয়। তাতে মূলত বোর্ড থেকে সফটওয়্যার ও অ্যাপস বদল হওয়ার
কারণে ফলাফলে এ ত্রুটি ঘটেছে। ইতিমধ্যে আমরা ত্রুটিপুর্ণ মার্কসশিটগুলো অফিসে জমা
নিয়েছি। সেগুলি সংশোধন করে দু’একদিনের
মধ্যেই সঠিক ফলাফল প্রকাশ করা হবে।স্কুলের
শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িত কিনা এ
প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, আসলে
কোচিং তো একটা জাতীয় সমস্যা, তবে এ
স্কুলের শিক্ষক কারা কোচিংয়ে জড়িত আমি ঠিক জানিনা। তবে, এ বিষয়ে তথ্য বা অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
কোচিং বিষয়ে সহকারি শিক্ষক মোশাররফ হোসেন বলেন, সবাই না, আমাদের
পাঁচ-ছয়জন শিক্ষক শুধু কোচিংয়ে জড়িত। এদিকে, দ্রুত সঠিক ফলাফলের অপেক্ষায় রয়েছেন ছাত্র-অভিভাবকরা।