আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে সজিব হোসেন (১৭) নামে এক যুবককে শুক্রবার ১৬ মে বিকেলে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত যুবক পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামের আব্দুল কাশেমের ছেলে। ধর্মগড় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মমিনুর রশিদ মমিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এদিন সজীব সীমান্ত পার হয়ে ভারতীয় এলাকায় ঘাস কাটছিলেন।
এ সময় বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাকে ফিরে আসার সংকেত দেন। কিন্তু সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, অনুপ্রবেশ আইনে সজীবের নামে বিজিবি থানায় দায়ের করেছেন। এর প্রেক্ষিতে শনিবার সকালে সজিবকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।