কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
সেমিফাইনালের আগে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচ মিস করছেন আর্জেন্টিনার দুই ডিফেন্ডার গঞ্জালো মনটিয়েল ও মার্কোস অ্যাকুনা। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে এই ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তিন গোলের একটি ছিল লুকা মদ্রিচের। লুকাসহ সেই দলটির আরও ৪ ফুটবলার এখনও শুরুর একাদশে নিয়মিত থাকছে ক্রোয়েশিয়ার।
আর্জেন্টিনার একাদশে থাকবেন শুধু মেসি ও ওটামেন্ডি। ওই ম্যাচে ডি মারিয়া-দিবালারা ছিলেন না শুরুর একাদশে। আর তাই এই লড়াইটা মেসিদের জন্য প্রতিশোধেরও। অন্যদিকে, ক্রোয়েশিয়ার সামনে নতুন রেকর্ড স্পর্শ করার সুযোগ। ইতালি, নেদারল্যান্ডস ও জার্মানির পর চতুর্থ ইউরোপীয় দেশ হিসেবে টানা দুই ফাইনালের হাতছানি।