Saturday , 20 April 2024
শিরোনাম

রাত ৮টায় দোকানপাট বন্ধ চান মেয়র তাপস

রাজধানীতে যানজট নিরসন করতে রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তিনি।

তার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুবছর পূর্তি উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি।

ডিএসসিসি মেয়র বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি তবে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্য রাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে।

দক্ষিণ সিটি করপোরেশনে নিজের পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী খুব দ্রুত আমরা উদ্যোগ নেব। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না।

সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার আছে সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো ও এসব বাজারগুলোকে নিবন্ধন দেবো।জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, আশা করছি চলতি বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগের বছরে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। এ বিষয়ে আমাদের কাজ করার ফলে এ বছরে আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে এনেছি। অনেকে রাস্তা খোঁড়ার অনুমতি চেয়েছে। কিন্তু আমরা দৃঢ় পদক্ষেপে আসন্ন বর্ষার আগে কোথায় খুঁড়তে অনুমোদন দেইনি।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x