যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে রবিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করবে।
আজ শুক্রবার (৯ সেপ্টম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এদিকে রানীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।