Friday , 19 April 2024
শিরোনাম

রানের পাহাড় গড়েও ভারতের হার

হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডব ম্লান ক্যামেরন গ্রিনের ঝড়ো ইনিংসের কাছে।

পান্ডিয়ার ৩০ বলের মারকাটিং ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানের পাহাড় গড়ে ভারত। মোহালিতে এমন বিশাল সংগ্রহের পরও হেরে যায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার তরুণ তারকা ওপেনার ক্যামেরন গ্রিনের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় ভারতের। মাত্র ৩০ বল খেলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন গ্রিন।

উদ্বোধনীতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ৩.৩ ওভারে ৩৯ রানের জুটি গড়েন গ্রিন। দ্বিতীয় উইকেটে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে গড়েন ৪০ বলে ৭৪ রানের জুটি।

এরপর ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান টিম ডেভিড।

জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ২ রান। যুজবেন্দ্র চাহালের করা ওভারের প্রথম বলে উইকেট হারান টিম ডেভিড।

এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড। তিনি ২১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৫ রান করে অপরাজিত থাকেন।

৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল অসিরা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২০৮/৬ রান (হার্দিকা পান্ডিয়া ৭১*, লোকেশ রাহুল ৫৫, সুরাইয়া কুমার যাদব ৪৬)।

অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ২১১/৬ রান (ক্যামেরন গ্রিন ৬১, ম্যাথু ওয়েড ৪৫*, স্টিভ স্মিথ ৩৫, অ্যারন ফিঞ্চ ২২)।

ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x