রাশিয়ার হুমকি, ২ পারমাণবিক সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

FILE PHOTO: U.S. President Donald Trump and Russia's President Vladimir Putin talk during the family photo session at the APEC Summit in Danang, Vietnam November 11, 2017. REUTERS/Jorge Silva/File Photo - RC1287F1C9B0
রাশিয়ার হুমকির জবাবে ‘উপযুক্ত স্থানে’ দু’টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে নিজেই জানিয়েছেন এ তথ্য।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উসকানিমূলক বক্তব্যের জবাবে এ পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে ঠিক কোথায় ডুবোজাহাজ দু’টি মোতায়েন করা হবে স্পষ্ট করেননি। ট্রাম্প বলেন, মেদভেদেভের নির্বোধ ও উসকানিমূলক বক্তব্য যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করে সেজন্য নেয়া হয়েছে ব্যবস্থা।
গেল মঙ্গলবার, রাশিয়ার কাছে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ’১০-১২ দিন সময় আছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প, দেন নিষেধাজ্ঞার হুমকিও। এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ ট্রাম্পকে কটাক্ষ করেছেন।
এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন নৌ বাহিনী কিংবা পেন্টাগন।