Friday , 19 April 2024
শিরোনাম

রাশিয়ার পাল্টা পদক্ষেপ, ‘অবন্ধু’ দেশগুলোর সম্পদ জব্দ

ইউক্রেনে আগ্রাসনের জেরে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব দেশের (রাশিয়ায় থাকা) তহবিল জব্দের নির্দেশ দিয়েছে দেশেটির কেন্দ্রীয় ব্যাংক। রুশ গণমাধ্যম আরটি এ খবর জানায়।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ব্যাংক অব রাশিয়া বলেছে, ‘রুশ রিজার্ভের একাংশ জব্দ করার প্রতিবাদে রাশিয়াও অবন্ধু দেশগুলোতে পাঠানোর কথা রয়েছে- এমন তহবিল জব্দ করেছে।’

এ তহবিলের পরিমাণ পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার জব্দ হওয়া তহবিলের সমান। বিশ্লেষকরা বলছেন, বস্তুত রাশিয়ার নেয়া একটি পাল্টা পদক্ষেপ এটি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পরই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করবে না। এ ছাড়া রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশ্চিমের বিভিন্ন দেশে তাদের রাখা সম্পদ জব্দ করা হয়েছে।

বর্তমানে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x