Thursday , 25 April 2024
শিরোনাম

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেবে ইউরোপিয়ান কমিশন

ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ ধাপে নিষেধাজ্ঞা প্যাকেজ পাস হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। কারণ এ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে।

শুক্রবার জার্মানির ফ্রাংকফুর্টে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

ভন ডার লেন বলেন, যদি এটি আরও এক দিন নেয় এবং এরপর আরও এক দিন সময় নেয়, তবে আমরা সঠিক পথে এগোচ্ছি।

তবে কিছু সদস্য দেশ এই নিষেধাজ্ঞা আরোপে ভেটো দিচ্ছে। কারণ তারা তেলের জন্য পুরোপুরি রাশিয়ার ওপর নির্ভরশীল।

এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুক্রবার এক রেডিও বার্তায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকে অ্যাটম বোমার সঙ্গে তুলনা করেছেন এবং তিনি এটি সংশোধনের জন্য ভন ডার লেনের কাছে ফেরত পাঠিয়েছেন।

এদিকে শুক্রবার চেক প্রজাতন্ত্রের জন্য আলোচনা সঠিক দিকে যাচ্ছে বলে সিএনএনকে জানিয়েছেন সরকারের মুখপাত্র ভ্যাক্লাভ স্মোলকা। দেশটি নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চাইছে কারণ রাশিয়ার তেল থেকে নিজেকে মুক্ত করতে তাদের আরও দুই বছর প্রয়োজন।

ভন ডার লেন জার্মানির কথা উল্লেখ করে বলেন, সংঘাতের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে তেলের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে জার্মানি। কিন্তু তারপর দেশটি রাশিয়া থেকে তেল আমদানি ৩৫% থেকে কমিয়ে ১২% এ নামিয়ে এনেছে।

তবে তিনি বলেন, আমরা বাস্তবসম্মত আলোচনার জন্য বসেছি। যেটা সবার জন্য মঙ্গলজনক হবে সেটাই করা হবে।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x