ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে হামলা করার মাধ্যমে আফ্রিকাকে জিম্মি করেছে রাশিয়া। তাদের হামলার কারণে আফ্রিকা মহাদেশে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
রুশ সেনারা কৃষ্ণ সাগরের বন্দরগুলো অবরোধ করে রাখায় বর্তমানে ইউক্রেনের উৎপাদিত খাদ্য শস্য বৈশ্বিক বাজারে যেতে পারছে না।
আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ভার্চ্যুয়ালি অংশ নেওয়া একটি বৈঠকে জেলেনস্কি বলেন, আফ্রিকা আসলে জিম্মি। যারা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাদের কাছে আফ্রিকা জিম্মি।
জেলেনস্কি আফ্রিকান ইউনিয়নের নেতাদের কাছে জানিয়েছেন, রাশিয়ার অবরোধ তুলে নিতে এখন ‘জটিল আলোচনা’ হচ্ছে।
কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। ফলে যতদিন এই ঔপনিবেশিক যুদ্ধ চলবে ততদিন খাদ্য সংকট চলতেই থাকবে, যোগ করেন জেলেনস্কি।
এদিকে ইউক্রেনের বন্দরগুলো খুলে দেওয়ার বিষয়ে কথা বলতে গত মাসে রাশিয়া যান আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ম্যাকি শেল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেয়ারম্যান ম্যাকি শেলকে জানিয়েছিলেন, তারা অবরোধ তুলে নেবেন।
সূত্র: আল জাজিরা