Saturday , 20 April 2024
শিরোনাম

রাশিয়া ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান মস্কো ছেড়েছেন। বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস এ ব্যাপারে এক বিবৃতিতে জানায়, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সুলিভান দূতাবাস ছেড়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে ৬২ বছর বয়সী সুলিভানকে রুশ দূতাবাসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই প্রস্থানের পরই সুলিভান চার দশক কর্মজীবন থেকে অবসর নেবেন। এই চার দশকে পাঁচজন মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সুলিভানের উত্তরসূরি না আসা পর্যন্ত এলিজাবেথ রুড মস্কোতে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Check Also

মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x