Wednesday , 17 April 2024
শিরোনাম

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর গতি না বাড়ালে, রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ করতে কাজ চলছে বলেও জানান ইমরান আহমেদ।

বিশিষ্টজনদের অভিযোগের উত্তরে রাজধানীর এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

বিশিষ্টজনদের দাবি, বিএমইটি’র এনালগ সিস্টেমকে ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, বিগত ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল, জনসাধারণকে ডিজিটাল রাষ্ট্র উপহার দেবে। সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করছে সরকার। এর ধারাবাহিকতায়, রাজধানীর একটি হোটেলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি’রর কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনগনের চাহিদা অনুযায়ী দেশকে এনালগ থেকে ডিজিটাল করে গড়ে তুলতে সরকারি বেসরকারি সকল সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনে মানুষের কাজের যেমন গতি বাড়বে তেমনি খরচ কমাতে সহায়তা করবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মালেশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে হুশিয়ারি দেন।

Check Also

যুক্তরাষ্ট্র প্রবাসি জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেটে ২লক্ষ টাকার টিন বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেট নগরীর ৩৯নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x