রিয়াদে প্রাণ-আরএফএল কোম্পানির বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনে সেলস কনফারেন্স ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অর্থনীতি সমৃদ্ধিতে বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শ্রমজীবি রেমিট্যান্স যোদ্ধা ছোট বড় ব্যাবসায়ী রপ্তানি ও বিনিয়োগ কারী শিল্প প্রতিষ্ঠান গুলো।
তারই ধারাবাহিকতায় রিয়াদে বাংলাদেশি পন্য বাজারজাতে প্রাণ-আরএফএল গ্রুপ সফলতার শীর্ষে।
সৌদিআরবে প্রাণের খাবারজাত পন্য বিক্রয়ে বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনে সেলস কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণ-আরএফএল কোম্পানির সৌদিআরবের ডিরেক্টর মামুনুর রশিদ।
অনুষ্ঠানটি রিয়াদের সেলস সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়_সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন রিয়াদের সেলস ম্যানেজার ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, প্রাণ গ্রুপের সৌদিআরবের এডমিন ও এইচ আর ম্যানেজার জহির উদ্দিন সওদাগর, একাউন্টস ম্যানেজার আক্তার হোসেন সুমন ও রাসেল রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠান উপভোগের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গের পৃথক পৃথক আয়োজনে ছিল রেফ্রেল-ড্র,কুইজ প্রতিযোগিতা, ফুটবল, গান-নৃত্য, বাৎসরিক কর্ম দক্ষতার উপর পুরষ্কার বিতরণ।
কর্মকর্তা বৃন্দ জানান আমরা বিদেশে পন্য রপ্তানির মাধ্যমে দেশের কর্মবিমূখ লোকদের কর্মসংস্থান সৃষ্টিতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এতে করে সৌদিআরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন দায়িত্বশীল কর্মকর্তাগন।
























