রিয়াদ মহানগর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রিয়াদ মহানগর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইয়াসমিন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ মহানগর যুবদলের সভাপতি রিদওয়ান আহমেদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাজু পাটোয়ারীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি সহ সভাপতি এইচএম নুরুল হক নুরু, মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুব দলের সিনিয়র সহ সভাপতি শওকত শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহাগ, সহ-সভাপতি আমির প্রধান সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা কালে মানুষের কল্যাণে দেশের উন্নয়ন প্রগতিতে ভূমিকা রেখেছেন।
যিনি দেশ ছেড়ে নেতা কর্মীদের রেখে চিকিৎসার জন্যেও দেশের বাহিরে যায়নি । বহু ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশের মাটিতে থেকে গণতন্ত্রের চর্চা মানুষের ভোটাধিকারের কথা বলেছেন জুলাই গণঅভ্যুত্থান সহ সকল ক্ষেত্রে রয়েছে ওনার অবদান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যাপারে এবং সাধারণ নেতাকর্মীদের পাশে তিনি রয়েছেন।
সবশেষে বিএনপি চেয়ারপারসন এর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।
পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মোঃ মমিন ।