Wednesday , 26 June 2024
শিরোনাম

রিয়াদে বাংলাদেশী খাবারের হোটেল উদ্বোধন

ফারুক আহমে চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! !

রিয়াদের ওয়াদী লেবন ইশারা সারে আসিরে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব শুভ উদ্ধোধন হলো বাংলাদেশী মালিকানায় বুশরা হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট।কিশোর গঞ্জ সদর এর কৃতি সন্তান, রিয়াদের অতি সুপরিচিত প্রতিষঠানের কনর্ধার মাসুদ মোড়ল এর পরিচালনায় শুভ উদ্ধোধন অনুষ্ঠানে সৌদি,ভারতীয় পাকিস্তানি দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশী বিপুল সংখ্যাক প্রবাসী।অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ফোরাম (বাপ্রসাফ) প্রতিষঠাতা সভাপতি , এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান,বাপ্রসাফ দপ্তর সমপাদক ও বাংলা ৫২ নিউজ টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম, প্রতিষঠানের সৌদি স্পনসর মোরওয়াই ঈসা হামদী, সমাজ সেবী সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।উপস্থিত বিভিন্ন দেশের নাগরিক রা আশা করেন মান সন্মত ভালো খাবারের এবং প্রতিষঠাতানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।হোটেল এর পরিচালক মাসুদ মোড়ল প্রবাসী বাংলাদেশীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।তিনি সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

Check Also

জাতির পিতা ছিলেন দু:খী অন্ত:প্রাণ একজন মানুষ: ড. কলিমউল্লাহ

২৫ ই জুন, ২০২৪, মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯৫৫ তম পর্ব অনুষ্ঠিত হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x