Friday , 29 March 2024
শিরোনাম

রিয়ালকে বিদায় করে সেমিতে বিলবাও

কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিক বিলবাও। দলটি জয় পেয়েছে ১-০ ব্যবধানে।

চলতি মৌসুমে এর আগে বিলবাওয়ের বিপক্ষে তিন ম্যাচে খেলেছে রিয়াল মাদ্রিদ। জিতেছে তিনটিতেই। তিনটি ম্যাচেই রিয়াল মাদ্রিদের নায়ক ছিলেন কারিম বেনজেমা। চোটের কারণে এবার খেলতে পারলেন না তিনি। বিলবাওয়ের মাঠ সান মামেসে অনুষ্ঠিত এই ম্যাচে তাকে ছাড়া মাদ্রিদের পরাজয় হলো।

রিয়ালের পরাজয়ের আরও একটা কারণে ধরা হয়েছে, ব্রাজিলের হয়ে ম্যাচ খেলে বিশ্রামও নিতে পারেননি ভিনিসিয়াস, রদ্রিগো গোয়েস, ক্যাসেমিরোরা। ফেরার দুই দিনেরও কম সময়ে নেমে পড়তে হয়েছে মাঠে। ফলে তাদের পারফর্ম্যান্সে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট।

খেলা শুরুর ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ নিজেদের কিছুটা সামলে নেয় এর পর মাঝমাঠের দখলটা নেন লুকা মদ্রিচরা। যদিও আক্রমণে উঠতে দারুণ সংগ্রামই করতে হয়েছে দলটিকে। প্রথম ৪৫ মিনিটে একটা মাত্র অন টার্গেট শটসহ মোট তিনটি শট সাক্ষ্য দেয় তারই।

বিরতির পরও ছিল একই দৃশ্য। রিয়ালকে মাঝমাঠের দখল ছেড়ে দিয়ে প্রতি আক্রমণের কৌশল বেছে নিয়েছিল বিলবাও। রক্ষণের দৃঢ়তায় বারবার রক্ষা পাচ্ছিল কোচ কার্লো অ্যানচেলত্তির দল।

খেলার ৮১তম মিনিটে প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন কাসেমিরো। কিন্তু গোলরক্ষক বরাবর নিচু দুর্বল শট নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

তবে ৮৯তম মিনিটে মিকেল ভেসগার পাস পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে এড়িয়ে দারুণ এক শটে গোল করেন অ্যালেক্স বেরেঙ্গুয়ের। তাতেই বিদায়ঘণ্টা বেজে যায় রিয়ালের।

এই হারে জয়ের আশা আগেভাগেই শেষ হয়ে গেল লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x