মঙ্গলবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে সন্ধ্যায় প্রথম চালান হিসেবে রুপিতে কেনা ৩০টি পিকআপ ভ্যান ভারত থেকে আমদানি হয়েছে।
বেনাপোল বন্দরের ডাইরেক্টর আ. জলিল জানান, বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি রুপির মাধ্যমে পিকআপ ভ্যানগুলো আমদানি করে। ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরস লি. পিকআপ ভ্যানগুলো রপ্তানি করে।
তিনি জানান, ১ কোটি ২৪ লাখ রুপিতে ৩০টি পিকআপ ভ্যান আমদানি করা হয়। পিকআপ ভ্যান গুলো বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। ডলারের ওপর নির্ভরতা কমাতে প্রতিবেশী দু’দেশ রুপিতে বাণিজ্য শুরুর এ ঘোষণা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুলাই ) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভারতে বাংলাদেশ ভ্রমণকারীদের সুবিধার্থে আগামী সেপ্টেম্বরে ‘টাকা-রুপি কার্ড’ চালুর সম্ভাবনার কথা জানান। এ কার্ড দিয়ে দেশে ও প্রতিবেশী ভারতে বিল পরিশোধ করা যাবে। দেশের আমদানিকারকদের কিছুটা স্বস্তি দেবে। তারা প্রতিবেশী দেশ থেকে পণ্য কিনতে রুপিতে এলসি খুলতে শুরু করেছেন। ফলে ডলারের ব্যবহার কিছুটা কমবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, মঙ্গলবার রুপির মাধ্যমে ভারত থেকে প্রথম চালান আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। রুপিতে পণ্য আমদানি হলে ডলারের ওপর চাপ কমে যাবে অনেকাংশে। বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান নিতা কোম্পানি ভারত থেকে ৩০টি পিকআপ ভ্যান আমদানি করেছে।