সম্প্রতি হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারীদের বিরুদ্ধে সিআইডি অভিযান পরিচালনা কারণে রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে এক শ্রেণির অসাধু চক্র বিদেশে অর্থ পাচারসহ হুন্ডি করে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহের গতি কমিয়ে দিয়েছিল। সিআইডির অভিযানের পর বৈধ পথে রেমিটেন্স পাঠানোর হার বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে বিগত মাসের তুলনায় রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।