রোয়াংছড়ি ইউনিয়নের বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন অনুষ্ঠান রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস সভায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইতিপূর্বে বর্ণাঢ্য র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাল্টিপারপাশে এসে শেষ হয়।
২২আগস্ট শুক্রবার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন অনুষ্ঠানে ১নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি স্থির রঞ্জন তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য চনুমং মারমা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মংহাইনু মারমা, সাবেক সহ-সভাপতি রবিসেন তঞ্চঙ্গ্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মংকোয়াইচিং মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে চনুমং মারমা বর্তমান প্রেক্ষাপট বিষয়ে নতুন সদস্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তিনি বক্তব্যে বলেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে জিয়ার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
এর পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে বিএনপি’র হাতকে শক্তিশালী করতে নতুন সদস্যদের যুক্ত হওয়া অত্যন্ত জরুরি।