প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গতকাল ১০ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, অবৈধ রাসায়ানিক দ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শাওন কনজিউমার প্রডাক্টস, যাত্রাবাড়ীকে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, আহাদ কনজিউমার প্রডাক্টস, যাত্রাবাড়ীকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, আলিফ কনজিউমার প্রডাক্টস, যাত্রাবাড়ীকে নগদ- ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, আসাদ কনজিউমার প্রডাক্টস, যাত্রাবাড়ীকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, সিল্কা সিলিং ফ্যান, যাত্রাবাড়ীকে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ওয়াইকন সিলিং ফ্যান, যাত্রাবাড়ীকে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ডাইনামিক কনজিউমার এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিস, ডেমরাকে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, আজাদ কনজিউমার প্রডাক্টস, কেরাণীগঞ্জকে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, এ এল সুপার ওর্য়াস, কেরাণীগঞ্জকে নগদ- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ও মোঃ লাইলি মিয়া যাত্রাবাড়ীকে, যাত্রাবাড়ীকে নগদ- ৫,০০০/- (পাঁচ হাজার) করে মোট নগদ- ২৭,৩০,০০০/- (সাতাশ লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, অবৈধ রাসায়ানিক দ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, অবৈধ রাসায়ানিক দ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।