র্যাব-১০ এর অভিযানে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা হতে বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও সরঞ্জামাদিসহ ০২ জন গ্রেফতার।
গত ০৫ জুন ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:৪০ ঘটিকায় র্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয় যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিক্রি করার অপরাধে ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রাজীব ভূঁইয়া (৩৭) ও ২। মোঃ আনিছ (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১০টি কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট, ১০টি ওয়াকি-টকি সেটের ব্যাটারী, ১০টি ওয়াকি-টকি সেটের চার্জার, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪২০/- (তিন হাজার চারশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিক্রয় চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অসৎ উদ্দেশ্যে এই বিক্রয় নিষিদ্ধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিভিন্ন অপরাধ চক্রের সদস্যদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।