গত ১৩/১০/২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন টঙ্গীবাড়ী বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৪৫ বোতল মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ আলী আজগর (২৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ এর ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।