লক্ষ্মীপুর প্রতিনিধি রবিন হোসেন তাসকিন লক্ষ্মীপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ০৩ বারের সাবেক জনপ্রিয় মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ তাহের প্রকাশে (মুজিববাদী তাহের) ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৯ বছর ৪ মাস,দীর্ঘদিন দূরাগ্য ক্যান্সারে ভুগছিলন তিনি।শনিবার(১৮ মার্চ) দুপুর ১ টা ১৫ মিনিটে দূরাগ্য রোগে উনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালীন সময়ে ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে জেলা বিভিন্ন মহলের নেতৃবন্দু শোক প্রকাশ করেছেন। বীর মুক্তিযোদ্ধা মুজিববাদী তাহের তৎকালীন ১৯৭২ সালে জেলা ছাত্রলীগ,জেলা যুবলীগ, পৌর আওয়ামীলীগ,সদর থানা আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। ১৯৭১ সালে শেখ মুজিবের ডাকে মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেন, যুদ্ধকালীন সময় ভারী অস্ত্র চালনায় দক্ষ হওয়ার কারনে আটিলারী কমান্ডারের দায়িত্ব পালন করেন পশুরাম,মুহরী নদী,কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর,রায়পুর, চাটখিল এলাকায় মুক্তিযোদ্ধে নেতৃত্ব দেন এবং বীরত্বের সহিত যুদ্ধ করেন।