Thursday , 25 April 2024
শিরোনাম

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

লক্ষ্মীপুর প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু।

বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন, বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

বিবি খাদিজা নামে একজন রোগী বলেন, এমবিএইচ ডাক্তার দেখাতে হলে ৫০০ থেকে ৭০০ টাকা লাগে। আজ ফ্রি ডাক্তার দেখালাম বিনামূল্যে ঔষধও পেলাম।

মোঃ শাহাবুদ্দিন বলেন, সবসময় শরীরের হাই
পেশার তাকে। তাই আজ পরিষদে এসে ডাক্তার দেখালাম। চিকিৎসাপত্র দিয়েছে। ঔষধ দেয়নি। তবুও তিনি সন্তুষ্ট।

ইউপি চেয়ারম্যান মোঃ মাফুজুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল সেবায় ৮ জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। এতে প্রায় ৩ শতাধিক মানুষ সেবা নিবেন। পাশাপাশি বিনামূল্য ঔষধও বিতরণ করা হয় রোগীদের মাঝে।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x