Tuesday , 16 April 2024
শিরোনাম

লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি, সেরা দল আর্জেন্টিনা

দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কারের পুরুষ বিভাগের সেরা হন মেসি। সেই সঙ্গে মেসির আর্জেন্টিনাও জিতেছে বর্ষসেরা দলের খেতাব।

লরিয়াসের বর্ষসেরা হওয়ার দৌঁড়ে মেসি ছাড়াও ছিলেন আরো পাঁচ জন। তারা হলেন : গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বাস্কেটবল তারকা স্টিফেন কারি, সুইডিশ পোল ভল্টার আর্মান্দ দুপ্লান্তিস, ফ্রান্স ফুটবল দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও রেড বুলের ডাচ ফর্মুলা ওয়ান চালক ম্যাক্স ভেস্তারপেন। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসির হাতেই উঠে সেরার পুরস্কার।

শুধু মেসিই নয়, মেসির আর্জেন্টিনাও পেয়েছে বর্ষসেরা দলের খেতাব। ‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ এর তালিকায় মনোনয়ন পেয়েছিল ছয়টি দল- আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, ফ্রান্স জাতীয় রাগবি দল, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স (এনবিএ দল), রেড বুল রেসিং (ফর্মুলা ওয়ান) ও রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। বাকি সব দলকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ফুটবলারদের মধ্যে একমাত্র মেসিরই রয়েছে লরিয়াস অ্যাওয়ার্ড জয়ের কীর্তি। তিনি ২০২০ সালে মেসি পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লুইস হ্যামিল্টনের সঙ্গে। এবার জিতে আরেকটি রেকর্ডও গড়ে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদ তিনিই।

Check Also

ফিরেই গোলের দেখা পেলেন মেসি, জেতা হলো না মিয়ামির

লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন সেই প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খেয়েছিল ভক্তদের মনে। অবশেষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x