লাখো মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বালন করে নড়াইলে ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষাশহীদদের স্মরণে প্রজ্বালন করা হয়। আয়োজনে ছিল ‘নড়াইল একুশের আলো’ নামের একটি সংগঠন।
সূর্যস্তের সঙ্গে সঙ্গে একুশের সন্ধ্যায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মোমবাতি জ্বালিয়ে লাখ মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বালনের উদ্বোধন করেন।
এসময় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হবে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে।
সেই সাথে ভাষা দিবসের ৭১তম বার্ষিকী ৭১টি ফানুষ ওড়ানো হয়। সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশনের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়।