Friday , 19 April 2024
শিরোনাম

লালমনিরহাটে পৌরসভার আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

আবির হোসেন সজল, লালমনিরহাট : লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ১২টি দলের অংশগ্রহণে পৌরসভা কর্তৃক আয়োজিত মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েয়ে। সোমবার (২০মার্চ) ) সকাল সাড়ে দশটায় লালমনিরহাটের জেলা পরিষদ ( পুরাতন) মিলনায়তনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১২টি দল। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিতর্কের বিষয়ঃ ” সর্বস্তরের তথ্য প্রযুক্তির ব্যবহারই পারে স্মার্ট বাংলাদেশ গড়তে” এই প্রতিপাদ্যে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়-লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কালেক্টরেট কলেজিয়েট স্কুল-বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়। কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়-চার্চ অব গড উচ্চ বিদ্যালয়। বিআর সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়-গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়। পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়-বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ও ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এসময়ে আরো উপস্থিত ছিলেন (মডারেটর) অধ্যক্ষ, লালমনিরহাট শেখ শফিউদ্দিন কমার্স কলেজ এন্তাজুর রহমান, বিচারক মন্ডলীর দায়িত্বে অধ্যক্ষ,বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের স্বপ্না জামান, সহকারী অধ্যাপক, শেখ শফিউদ্দিন কমার্স কলেজ হারুনর রশীদ, সহকারী অধ্যাপক, আদর্শ ডিগ্রি কলেজ শাহিনুর ইসলাম, অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা । উল্লেখ্য ২০ মার্চ পৌরসভা আয়োজিত মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ১ম রানারআপ বিআর সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়,২য় রানারআপ লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, চ্যাম্পিয়ন হয়ে সম্মানিত অতিথি থেকে পুরস্কার গ্রহণ করছেন ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা।

Check Also

তীব্র গরমে স্কুলে ছুটি ঘোষণা

ভারতের পশ্চিমঙ্গে তীব্র গরমে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। রাজ্যের দার্জিলিং ও কালিম্পং জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x