লালমনিরহাট প্রতিনিধিঃ
“স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা হত্যা কেন” এই স্লোগানে বুধবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
গত ২০ জানুয়ারি রাতে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী দুর্বৃত্তদের হাতে খুন হন। হত্যাকান্ডের ঘটনার ৫ দিন হয়ে গেলেও আসামিরা ধরা পড়েনি।
আসামি গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে পাটগ্রাম টি এন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এদিকে একই দাবিতে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ উপজেলার চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পড়ে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবী জানান।
বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণচন্দ্র রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাব প্রধান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল। এসময় অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা জানান।