লালমনিরহাট প্রতিনিধিঃ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি পথ সৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি সমূহ আদায়ে সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকগন সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি কলেজের অধ্যক্ষও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি মো:ইউসুফ আলী।
এ সংবাদ সম্মেলনে পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, লালমনিরহাট সরকারি মজিদা খাতুন কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কলেজ শিক্ষকদের জন্য কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবী জানান। দাবী মানা না হলে শিক্ষকবৃন্দ কর্মবিরতির ঘোষণা দেন।