লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে ৩০০ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন কি না তা জানা যায়নি।
দেশটির নিরাপত্তা অধিদপ্তরের কমান্ডার আশরাফ বেন-ইসা বলেছেন, পশ্চিম লিবিয়ার নিরাপত্তা বাহিনী জুওয়ারা এবং সুরমান থেকে ৩০০ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন জাতীয়তার। যাদের মধ্যে ১১০ জনকে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকায় চড়ার সময় সমুদ্র সৈকতে গ্রেপ্তার করা হয়েছিল, বাকিদের শহরের বিভিন্ন স্থানে গ্রেপ্তার করা হয়েছে।